Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

১) অভিষ্ট জনগোষ্ঠির পূঁজি গঠনে সহায়তা করা।
২) নিজস্ব পূঁজি ও সরকারের সহায়তা মাধ্যমে সৃষ্ট তহবিল হতে আযবর্ধক কর্মকান্ডে ঋণ প্রদান করা।
৩। জাতিগঠন মূলক প্রকল্পের সাথে যোগাযোগে সহায়তা করা।
৪) উৎপাদিত পন্য বাজারজাত করনে সহায়তা করা।
৫) নারীর ক্ষমতায়নে সহায়তা করা।
৬) বিভিন্ন আয়বর্ধক কর্মকান্ডে ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প গ্রহণের জন্য প্রশিক্ষণ প্রদান/প্রশিক্ষণ প্রদানে সহায়তা করা।

৩। সেবার ধাপসমূহ ঃ

১) উন্মক্ত সভার মাধ্যমে অভিষ্ট জনগোষ্ঠি নির্বাচন
২) গ্রুপ/ সমিতির গঠন।
৩) নিজস্ব পূজি গঠনের লক্ষ্যে সঞ্চয় জমায় উদ্বুদ্দ করণ ।
৪) নিজস্ব পূঁজি ও সরকার কর্তৃক প্রদত্ত সহায়তার মাধ্যমে সৃষ্ট তহবিল হতে গ্রুপের/সমিতির সিদ্ধান্তের মাধ্যমে ঋণ প্রদান করা।
৫। গ্রুপের/ সমিতির উৎপাদিত পন্য একত্রিত করে বাজারজাত করা।